মনির মোল্যা : ফরিদপুরের সালথায় ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় সালথা বাজার থানা রোডে এ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও খুলনা শাখার প্রধান মাকসুদুর রহমানের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংকের এক্সিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এজেন্ট ব্যাংকিং ডিভিশন প্রধান মাহবুব আলম, ইসলামী ব্যাংক ফরিদপুর শাখার সিনিয়র এসিস্ট্যান্ট ইয়াকুব আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং সালথা শাখার ইনচার্জ মেহেদী হাসান, স্থানীয় ওয়ালিদ ফকির, আরিফ হোসেন প্রমূখ। এসময় ফিতা কেটে সালথা শাখার উদ্বোধন করেন অতিথিরা।