মনির মোল্যা : ফরিদপুরের সালথায় ইউএনওর হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল খলিশাডুবি খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার ৬ষ্ট শ্রেনী পড়ুয়া এক ছাত্রী। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের খলিশাডুবি গ্রামে এ বাল্য বিয়ে বন্ধের ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলাম বলেন, ১৩ বছর বয়সী ঐ মাদ্রাসা ছাত্রীর বিয়ে ঠিক করেন তার পরিবার। অপ্রাপ্ত বয়সে বিয়ে দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করা হয়। ঐ ছাত্রীর প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার জন্য পরিবারকে বলা হয়েছে।