মনির মোল্যা : আন্তর্জাতিক দূর্ণীতিবিরোধী দিবস ২০১৮ উপলক্ষে রবিবার সকাল ১০টায় ফরিদপুরের সালথায় মানববন্ধন, র্যালী ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলার সামনে থেকে প্রথমে র্যালীটি বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় উপজেলায় গিয়ে শেষ হয়। এর আগে উপজেলা চত্তরে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তলন করে শান্তির পায়রা কবুতর উড়ানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো.মাকছুদুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আঃ কুদ্দুস খান, সাধারণ সম্পাদক আব্দুল্যা মাছরুর খান সবুজ, সহ-সভাপতি কামরুজ্জামান জাহিদ, সদস্য গনপতি চ্যাটার্জী, সেকেন্দার হায়াত খান, তাহমিনা আক্তার, রেহেনা আক্তার প্রমূখ। উক্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের উন্নয়নের স্বার্থে সকলকে দূর্ণীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। তাহলেই আমরা উন্নত বাংলাদেশ পাবো।