মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় মান্দার শেখ (৩০) নামে এক কুখ্যাত ডাকাতকে আটক করেছে পুলিশ। শনিবার ভোররাতে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকা থেকে সালথা থানা পুলিশ তাকে আটক করে। মান্দার ঐ ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের ছিদ্দিক শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, কুখ্যাত মান্দার ডাকাত বিভিন্ন সময় বিভিন্ন জেলায় গিয়ে অভিনব কায়দায় ডাকাতি করেছেন। মান্দার ডাকাতের বিরুদ্ধে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানা ও মোকসুদপুর থানায় ডাকাতি মামলা রয়েছে। এসব মামলায় গ্রেফতারী পরোয়ানা থাকায় শনিবার ভোররাতে সালথা থানার এস আই ছালাম এ এস আই মশিউর,এএসআই আবু সালেহ্ ও কুদ্দুসসহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ফুলবাড়িয়া এলাকা থেকে তাকে আটক করে। স্থানীয়রা জানান, মান্দার এলাকা সহ বিভিন্ন জায়গায় ডাকাতি করেছেন।
সালথা থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন খান বলেন, মান্দার শেখের বিরুদ্ধে ডাকাতি মামলার গ্রেফতারী পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। সালথা থানায় তার বিরুদ্ধে একটি ডাকাতি মামলা রয়েছে। যাহার মামলা নং ০৮ তারিখ ২০-১২-২০১৬ ।