মনির মোল্যা : বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য, জাতীয় সংসদের উপনেতা ও ফরিদপুর-২, আসনের আওয়ামী লীগের প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উপজেলা মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে চেয়ারম্যান বাড়িতে এ জনসভার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সংসদ উপনেতার মেজপুত্র সাজিদ আকবর চৌধুরী।
রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আশ্রাফ আলী লিটুর সভাপতিত্বে উক্ত জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাহিরদিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা আকরাম আলী, সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজ মোল্যা, উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল, শ্রমিকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল হোসেন বিশ^াস প্রমূখ। যুবলীগ নেতা মনির হোসেন খানের সঞ্চালনায় এসময় যুবলীগ নেতা সোহেল মাহমুদ, বশির আহম্মেদ বাদশা, উপজেলা সেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক ইমদাদুল হক নাইচ, ইউপি সদস্য মুঞ্জুরুল ইসলাম, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল মোল্যাসহ স্থানীয় নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত নির্বাচনী জনসভায় বক্তারা বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিন। নৌকার বিজয় হলে এ অঞ্চল গ্রাম থেকে শহরে রুপান্তিত হবে ইনশাল্লাহ।