মনির মোল্যা : আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সালথায় আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা এমপির পক্ষে নির্বাচনী সভা অনুষ্টিত। শনিবার বিকাল ৪টায় ফরিদপুরের সালথা উপজেলার গট্রি ইউনিয়নের জয়ঝাপ গ্রামের জয়ঝাপ উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্টিত হয়।
উক্ত নির্বাচনী সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওদুদ মাতুব্বারের সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে বক্তব্যো রাখেন, সংসদ উপনেতার কনিষ্ট পুত্র, বিশিষ্ট কৃষিবিদ, রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী। এসময় অন্যদের মোধ্যে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, ইটালী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা গট্রি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, ওলিয়ার খান, উপজেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারন সম্পাদক রানা, সহ- যুবলীগ ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগের অসংখ্য নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।
উক্ত সভায় লাবু চৌধুরী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ২আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাজেদা চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিন, দেশের উন্নয়নে অংশ নিন। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে দেশের ব্যাপক উন্নয়ন হয়। বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উচু করে দাড়ায়। তাই উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে দেশের উন্নয়নের স্বার্থে সবাইকে একযোগে কাজ করতে হবে। নৌকা মার্কায় ভোট দিতে হবে।