মনির মোল্যা : ভূমি মন্ত্রনালয়ের অধীনে ফরিদপুরের সালথা উপজেলা যদুনন্দী ইউনিয়নের খারদিয়া মিয়াপাড়া এলাকায় গুচ্ছগ্রাম নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। মঙ্গলবার সকালে নির্মাণাধীন গুচ্ছগ্রাম পরিদর্শণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলাম।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, ৬০ লক্ষ টাকা ব্যায়ে উপজেলার খারদিয়া মিয়াপাড়া এলাকায় গুচ্ছগ্রাম নির্মাণ করা হচ্ছে। এখানে ৪০টি ভূমিহীন পরিবার বসবাস করতে পারবে। জুলাই মাসের প্রথমদিকে উপজেলা প্রশাসন এই নির্মাণের কাজ শুরু করেন। বর্তমানে গুচ্ছগ্রামের নির্মাণাধীন ঘরের কাজ প্রায় শেষের দিকে। অল্প কিছুদিনের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ হবে। সেজন্য উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলাম গুচ্ছগ্রামটি পরিদর্শণ করেছেন।
যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া বলেন, আমাদের এলাকার ভূমিহীন ৪০টি পরিবার এই গুচ্ছগ্রামে বসবাস করতে পারবে। সেজন্য এলাকাবাসীর পক্ষ থেকে সরকারকে অভিনন্দন জানাচ্ছি।