মনির মোল্যা : ফরিদপুরের সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসানের পদন্নোতি হওয়ায় বিদায় সংবর্দনা জানানো হয়েছে। শনিবার বিকাল ৩টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র শাহদাব আকবার চৌধুরী লাবু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দীন, নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভ, ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা) সার্কেল এফ.এম মহিউদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, সালথা থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খান, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন বল্লভদি ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম।
জানা যায়, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসান অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে পদন্নোতি পেয়ে গত ১০ সেপ্টেম্বার ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেছেন।