মনির মোল্যা : ফরিদপুরের সালথা উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (অঃদাঃ) বদরুদ্দোজা শুভর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা চেয়ারম্যান জনাব ওহিদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সালথা কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা ভাইস-চেয়ারম্যান আছাদুজ্জামান, মহিলা ভাইস-চেয়ারম্যান মোরশেদা খানম, উপজেলা নির্বাচন অফিসার জনাব তেলায়েত হোসেন, মাঝারদিয়া ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদ, যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সি, রামকান্তুপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী (লিটু), বল্লভদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলামসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।