রাজিউল হাসান পলাশ : বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের কদর আন্তর্জাতিক বাজারে সর্বাধিক বলেই স্বীকৃত। বাংলাদেশের তৈরিকৃত পোশাক বিশ্বের বিভিন্ন দেশের ব্যবসায়ীরা বিভিন্ন ব্র্যান্ডের শোরুমগুলোতে তাদের নিজস্ব পরিচয়ে চড়া দামে বিক্রি করে। তবে বর্তমানে বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলোতে দেশীয় ভাল ব্র্যান্ডের পোশাক তৈরি হচ্ছে, পোশাক খাতকে আরও একধাপ এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে ‘স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেড’-এর পোশাক ব্র্যান্ড ‘সারা’।
সাধ্যের মধ্যে ভাল পোশাকটি ক্রেতার হাতে পৌছে দিবে সারা লাইফ স্টাইল লিমিটেড শনিবার ১২ মে রাজধানীর মিরপুরে দেশীয় পোশাক শিল্পের ব্র্যান্ড নিয়ে বাজারে আসা ‘সারা লাইফস্টাইল লিমিটেডের’ প্রথম শাখার উদ্বোধন অনুষ্ঠানে এমনটিই বলেছেন সারা লাইফ স্টাইল লিমিটেড ও স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম খালেদ। তিনি আরোও বলেন তৈরি পোশাক শিল্পের ব্যাবসা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সারা লাইফস্টাইল ব্র্যান্ডের যাত্রা শুরু। আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে সারা’ হবে দেশের অন্যতম সেরা ব্র্যান্ড এমন লক্ষ্য নিয়েই কাজ করছি আমরা।
‘সারা’ ব্র্যান্ড প্রসঙ্গে সারা লাইফস্টাইল লিমিটেডের পরিচালক শরীফুন নেসা বলেন, ‘আমরা দেশি ও বিদেশি ফেব্রিকে সারা ব্র্যান্ডের পোশাক তৈরি করেছি। বিভিন্ন বয়সী নারী ও পুরুষের পাশাপাশি শিশুদের জন্যও আমাদের পোশাক রয়েছে। মিরপুরে আমাদের প্রথম শাখা উদ্বোধন হল এরপর আমাদের ইচ্ছে আছে রাজধানী বড় বড় শপিং মলগুলোতে এর শাখা খোলার।
সারা লাইফ স্টাইল লিমিটেডের প্রথম শাখা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : জনপ্রিয় অভিনয় শিল্পী সারা জাকের। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্নোটেক্স আউটওয়্যার লিমিটেডের পরিচালক মোশাররফ হোসেন, সহকারী পরিচালক মতিউর রহমান, উপ-পরিচালক জাকি হাসান খান, হেড অব ডিজাইনার কাশফীয়া নেহরীনসহ অন্যান্য কর্মকর্তা ও ডিজাইনাররা। অনুষ্ঠানটি পরিচালনা করেন কাশফীয়া নেহরীন।
উল্লেখ্য, ‘স্নোটেক্স’ ২০০০ সালে বায়িং হাউজের মাধ্যমে যাত্রা শুরু করে। আজকের ‘স্নোটেক্স’ হয়ে উঠেছে তিনটি বড় কারখানার একটি প্রতিষ্ঠান রূপে। ‘স্নোটেক্স’ ২০০৫ সালে নিজেদের প্রথম কারখানা হিসেবে প্রতিষ্ঠা করে স্নোটেক্স অ্যাপারেলস।
এরপর সেই সাফল্যের ধারাবাহিকতায় ২০১১ সালে ‘কাট অ্যান্ড সিউ’ এবং ২০১৪ সালে ঢাকার ধামরাইয়ে ‘স্নোটেক্স আউটওয়্যার’ প্রতিষ্ঠিত করা হয়। স্নোটেক্স আউটওয়ার গ্রিন ফ্যাক্টরি হিসেবে পুরস্কৃত হয়েছে ইউএসজিবিসির লিড গোল্ড সার্টিফিকেটে এবং প্রচলিত আইনের বাইরে শ্রমিকদের কল্যাণের বিভিন্ন পদক্ষেপ নেয়ার জন্য পেয়েছে ‘আরএমজি টাইমস বেষ্ট প্র্যাকটিস অ্যাওয়ার্ড ২০১৮’ । এটি এখন ১০ হাজারের বেশি মানুষের কর্মসংস্থান করে যাচ্ছে। ২০২০ সালের মধ্যে প্রায় ১৮ হাজার মানুষের কর্মসংস্থানের জায়গা হয়ে দাঁড়াবে এই কোম্পানিতে।
সারা ব্র্যান্ডের আউটলেটটির ঠিকানা: প্লট নম্বর: ১০, ব্লক নম্বর : ক, সেকশন : ৬, মিরপুর, এই প্রতিষ্ঠান এবং ব্র্যান্ড সম্পর্কে বিস্তারিত তথ্যের প্রয়োজনে যোগাযোগ- ইয়াসিন আরাফাত, কো-অর্ডিনেটর, সারা লাইফস্টাইল, মোবাইল : ০১৭১৭২২৬৫২৫।