মনির মোল্যা : ফরিদপুর ২ আসন সালথা-নগরকান্দায় সাজেদা চৌধুরীকে আওয়ামীলীগের মনোনয়ন দেওয়ায় উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন। সোমবার (২৬ নভেম্বার) বিকাল ৫টায় উপজেলার সদর বাজারসহ বিভিন্ন ইউনিয়নে এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়।
ফরিদপুর ২ আসনে আওয়ামী লীগের বর্ষিয়ান রাজনীতিবিদ সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার খবরে সোমবার সন্ধায় সালথা সদর বাজার, জয়কাইল বাজার, ফুলবাড়িয়া বাজারসহ বিভিন্ন স্থানে ছাত্রলীগের নেতাকর্মীদের ঢল নামে। উপস্থিত নেতাকর্মীরা সৈয়দা সাজেদা চৌধুরীকে দলীয় মনোনয়ন দেওয়ায় দেশরত্ন শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
উপজেলা ছাত্র লীগের -সভাপতি রাকিবুল হাসান জুয়েলের নেতৃত্বে সালথা সদর বাজারে, জেলা ছাত্রলীগের সহসভাপতি দেবাশীষ মজুমদার নয়নের নেতৃত্বে জয়কাইল বাজারে, বল্লভদি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাওন কাজীর নেতৃত্বে ফুলবাড়িয়া বাজারে আনন্দ মিছিল বের করেন। এসময় দলীয় নেতাকর্মী ছাড়াও অসংখ্য সাধারণ মানুষ মিছিলে অংশ নেন।