মনির মোল্যা : ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, জাতীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে বিশাল নির্বাচনী শোভাযাত্রা করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৫ ডিসেম্বার ২০১৮) বিকাল ৪টায় সংসদ উপনেতার ফরিদপুরের সালথা উপজেলার রসুলপুরের বাস ভবন হামিদ মঞ্জিল থেকে শোভাযাত্রাটি সালথা উপজেলার বিভিন্ন এলাকায় নৌকা মার্কায় ভোট চেয়ে ও নৌকার মিছিলে মূখরিত করে শোভাযাত্রাটি সংসদ উপনেতার বাস ভবন রসুলপুরে এসে শেষ হয়।
এ’শোভাযত্রায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার কনিষ্টপুত্র রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী। মেজপুত্র সাজিদ আকবর চৌধুরী, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন চৌধুরী, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, ইটালী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার-সহ হাজারো নেতাকর্মী।
শোভাযত্রা শেষে নেতাকর্মীদের উদ্যশে লাবু চৌধুরী বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছে। তাই স্বাধীনতার পক্ষের দল আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।