সাজেদা চৌধুরীই হলেন ফরিদপুর-২, আসনে নৌকার মাঝি

মনির মোল্যা : সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফরিদপুর-২, (সালথা-নগরকান্দা) আসনে নৌকার মাঝি হলেন আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। সোমবার (২৬ নভেম্বার) রাত পৌনে ৮টায় ধানমন্ডি আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এ আসনের মনোনয়ন চুড়ান্ত করেন মনোনয়ন বোর্ড।

জানা যায়, সৈয়দা সাজেদা চৌধুরীর মনোনয়ন চুড়ান্ত হওয়ায় ফরিদপুর-২, সালথা-নগরকান্দা উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন নেতাকর্মীরা। এ আসনে দলের মনোনয়ন চেয়ে সাজেদা চৌধুরীসহ ৭ প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিলেন। অবশেষে সোমবার রাতে আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত মনোনয়ন চিঠি সৈয়দা সাজেদা চৌধুরীর মেজ ছেলে সাজিদ আকবর চৌধুরীর হাতে তুলে দেন মনোনয়ন বোর্ড।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x