প্রবাসের মাটিতে দেশের সুনাম বৃদ্ধিতে এবং প্রতিনিয়ত কমিউনিটিকে সুস্থ ধারার পথ দেখিয়ে চলছে প্রবাসী সাংবাদিকরা। প্রসংশিত সেই কার্যক্রমকে ব্যহত করতে, নিজ স্বার্থে কিছু লোক অপপ্রচারে নেমেছে। সাংবাদিকতার মাধ্যমে সমাজকে সম্মানের স্থানে পৌচ্ছে দেয়ার কাজকে থামিয়ে দেয়ার চেষ্টা চালাচ্ছে। সম্প্রতি জার্মানে এমনি একটা ঘটনাকে কেন্দ্র করে কমিউনিটিতে চিনিহ্ন একজন অপপ্রচারারীর বিরোদ্ধে লড়ছে সাংবাদিক সহ বিশিষ্ট নেতৃবৃন্দ।
অল ইএরাপিয়ান বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান হেলাল দীর্ঘ দিন ধরে চ্যানেল আই‘য়ের ইউরোপ প্রতিনিধি হিসেবে কাজ করে বিশ্ব দরবার সমাজের সকল কর্ম কান্ড তুলে ধরছে সক্ষম হয়েছে । রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক ও সাংস্কৃতিক সংগঠনের নানান কাজে রয়েছে এই সাংবাদিক হেলালের অসামান্য অবদান। আর এই সমাজকে সঠিক পথ নিদের্শক সাংবাদিককের প্রচারকে বন্ধ করার পায়তারা করছে একজন অপপ্রচারকারী মেহেদী হাসান মুন্না। যিনি তার অপকর্মকে ঢাকার জন্য সাংবাদিক হেলাল ও তার সহধর্মিনী ডিবিসি চ্যানেলের জার্মান প্রতিনিধি ফাতেমা রহমান রুমাকে কেন্দ্র করে বিভিন্ন ভাবে হেয় প্রতিপন্ন মূলক বানোয়াট কাহিনী করে বেড়াচ্ছে, যা ইতিমধ্যে স্থানীয় সকল কমিউনিটি ব্যক্তিত্ব জানতে পেরেছে, প্রবাসী সাংবাদিক সহ স্থানীয় নেত্রীবৃন্দ এই বিষয়টি কেউ ভাল ভাবে নিচ্ছে না ।
সাংবাদিক দম্পতির মানসম্মান নষ্ট করতে মুন্না ব্যবহার করছে স্যোসাল মিডিয়াকে। নিজের অপ্রচারকে যুক্তিযুক্ত করার জন্য ‘প্রাণনাশের আশঙ্কায় আওয়ামী লীগ নেতা মুন্না’ শিরোনামে একটি মিথ্যা বানোয়াট সংবাদও তৈরি করে বিভিন্ন অন লাইন পত্রিকায় প্রকাশ করেছিলেন। যা পরবর্তিতে ঐ পত্রিকার সম্পাদক সব জানতে পেরে সরিয়ে ফেলেছে। এতেই বুঝা যায়, মুন্না জার্মান প্রবাসী নন্দিত সাংবাদিক দম্পতিকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্যই এই মিথ্যা অপ্রচার করে।
জানা যায়, সমাজে সম্মানিত ব্যক্তিবর্গের মানসম্মান বিনষ্টকারী মেহেদী হাসান মুন্নার এই অকর্মের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে, প্রত্যাশা করছে প্রসাশন তার সঠিক বিচারের আওতায় এনে মুন্নাকে উপযুক্ত শাস্তি দিবে। সাংবাদিক দম্পতির বিরুদ্ধে মুন্নার এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় জার্মানিসহ ইউরোপের বিভিন্ন স্থানে নিন্দার ঝড় উঠেছে। তারা বলছে মুন্নাকে উপযুক্ত শাস্তি দেয়া এখন সময়ের দাবী।
ইতোমধ্যে অল ইউরোপীয়ান বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে এ ধরনের স্বার্থান্বেষী অপ্রচারকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে। সংগঠনটি জানায় কমিউনিটির ভারমূর্তি রক্ষায় সুষ্টু বিচারের দোষীকে শাস্তি দিতে, সমাজপতিদের এগিয়ে আসতে হবে। মনে রাখতে হবে ‘সাংবাদিক জাতির বিবেক সংবাদ মাধ্যম সমাজের আয়না’ সুতরাং অনতিবিলম্বে এই অপপ্রচারের বিরোদ্ধে রুখে দাড়াতে হবে; তবেই কলঙ্ক মুক্ত হবে প্রবাসে বাঙ্গালী সমাজ।