মনির মোল্যা : ফরিদপুরের সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি ও জনপ্রিয় কলম সৈনিক আবু নাসের হুসাইনের মাথা ফেটে যায় বাঁশের আঘাতে। শুক্রবার দুপুরে বাড়ির পাশে বাঁশ ঝোপ থেকে এ ঘটনা ঘটে । তার মাথায় ৩টা সেলাই করা হয়েছে। তার অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে আসেন জাকের পার্টি ফরিদপুর সাংগঠণিক বিভাগের সাধারণ সম্পাদক ও জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়া। রবিবার দুপুরে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ গ্রামে সাংবাদিক আবু নাসের হুসাইনের বাড়িতে ছুটে আসেন জাদু মিয়া।
এসময় জাদু মিয়ার সাথে ছিলেন, জেলা জাকের পার্টির দপ্তর সম্পাদক ফকির আব্দুল মান্নান, ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দীন খান, জাকের পার্টির নেতা ফরহাদ হোসেন প্রমুখ।
সাংবাদিক আবু নাসের হুসাইন জানান, তিনি এখন আগের চেয়ে কিছুটা সুস্থ্য আছেন। তিনি আরো জানান, ডাক্তার তাকে এক সপ্তাহ রেষ্টে থাকতে বলেছে। তারপরও নিউজের জন্য বিছানায় শুয়ে থেকে কাজ করতে হচ্ছে। পেশাগত কাজ না করলে ভাল লাগে না। সেই সাথে জেলা জাকের পার্টির সভাপতি জাদু মিয়াকে ধন্যবাদ জানান তিনি।