মনির মোল্লা : ফরিদপুর-২, আসনের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ সাইফুজ্জামান চৌধুরী জুয়েল বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমলে দেশে শিক্ষার ব্যাপক উন্নয়ন হয়েছে। শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব সরকার। এই সরকারের আমলে শিক্ষা খাতে যে উন্নয়ন হয়েছে, বিগত কোন সরকারের আমলে তা হয়নি। তাই শিক্ষার উন্নয়ন ধরে রাখতে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
শনিবার বিকাল ৪টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলা ফুলসুতি আঃ আলেম চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, ফুলসুতি ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন, নগরকান্দা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মঈদুল ইসলাম লিখন, ইউনিয়ন আওয়ামী লীগের সাব্কে সভাপতি এনায়েত হোসেন চৌধুরী, যুবলীগ নেতা আইয়ুব আলী প্রমূখ।