নিউজ ডেস্ক : সিলেটের মোল্লারগাঁও ইউনিয়নের গুপসহরে উদীয়মান তরুণদের নিয়ে গঠিত ক্লাব অরুণোদয় যুব সংঘের এক ব্যতিক্রমী সমাজসেবামূলক উদ্যোগ শুরু হলো।
রক্তের প্রয়োজনে ১১৫ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ সনাক্তকরণের মধ্য দিয়ে শুরু হলো সেচ্ছায় রক্তদাতাদের তালীকা তৈরির কাজ।
শুক্রবার সকাল ৯টা থেকে মোল্লারগাঁও ইউনিয়নে গুপশহরের জালালাবাদ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় এ শুরু হয় রক্তের গ্রুপ সনাক্তকরণ প্রক্রিয়া।
প্রচণ্ড বৃষ্টি এবং বৈরি আবহাওয়া উপেক্ষা করে একে একে লোক সমাগম হতে থাকে বিদ্যালয় প্রাঙ্গনে। শুরু থেকে ১২টা পর্যন্ত সময় বেধে দেয়া থাকলেও প্রচুর লোক সমাগম এবং বিরুপ আবহাওয়ার কারণে বিকেল ৪টা পর্যন্ত সময় বাড়ানো হয়।
প্রারম্ভে এক সংক্ষিপ্ত উদ্বোধনি সভায় অরুণোদয় যুব সংঘের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দিত করা হয় তাহসিন এম খান কে।
তাহসিন তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, রক্তের গ্রুপ জানা নিজের এবং সমাজের প্রয়োজনএ অত্যন্ত জরুরী। আর এধরণের যেকোনো উদ্যোগ এ তিনি সাথে থাকবেন বলে কথা দেন।
এ তালিকা তৈরি হলে প্রাথমিক ভাবে বছরে প্রায় এক হাজার ব্যাগ রক্তের প্রয়োজন মেটানো যাবে বলে ধারণা করা হচ্ছে।
আরো যারা উপস্থিত থেকে এ কার্যক্রম সফল করেছেন তারা হচ্ছেন- শফি, সামিল, নাসের, নাইম, নজরুল, মাহি, আশফাক, হাদি, হোসাইন, রেকি, সালমান, ফুয়াদ, আব্দুল্লাহ, সাকের প্রমুখ।