মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের সংবাদ সম্মেলন

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : সিরাজদিখানে জমি সংক্রান্ত বিরোধের কারণে বড় ভাইয়ে অত্যাচারে ২ মাস ধরে বাড়ী ছাড়া হয়েছেন স্ত্রী সন্তান নিয়ে ছোট ভাই শাখাওয়াৎ হোসেন সজল। গতকাল সোমবার দুপুরে সিরাজদিখান প্রেসক্লাবে ছোট ভাই তার মা, স্ত্রী ও দুই সন্তান নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। উপজেলা সিরাজদিখান গ্রামের মৃত ইয়াছিন মিয়ার ছোট ছেলে মো. শাখাওয়াত হোসেন সজল তার বড় ভাই শাহ আলম শাহীনের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন করা হয়।

ভুক্তভুগী সজল জানান, বাবার মৃত্যুার পর পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘ দিন যাবত ভাই বোন দের মধ্যে বিরোধ চলে আসছিলো। ২০১৭ সালে স্থানিয় ইউ.পি চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তি ও আইনজীবির সমন্বয়ে সুষ্ঠভাবে সম্পদ ভাগ করে দেয় এবং তা সকলেই মেনে নেয়। বাড়ী থেকে বাহিবে বের হওয়ার জন্য নবনির্মীত মার্কেট ভেঙ্গে প্রায় ৩ লক্ষ টাকা ক্ষতিতে রাস্তায় তৈরি করেও ভুক্তভুগী বাড়ীতে থাকতে পারছেনা। তিনি জানান, আমি আমার বড় ভাইয়ের অত্যাচারে গত ২ মাস ধরে ভাড়া বাড়ীতে থাকতে হচ্ছে। বাড়ী ছাড়ার পরেও আমার নামে মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে।ভাইয়ের অত্যাচারের হতে বাঁচতে চাই, আমি তার বিচার চাই।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments