চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ সভা কক্ষে ৩০ সেপ্টেম্বর সকাল ১০টায় মা ইলিশ সংরক্ষন অভিযান এর প্রস্তুতি মূলক সভা হয়েছে।
আগামী ৭অক্টোবর থেকে ২৮অক্টোবর ইলিশের প্রধান প্রজনন মৌসুম।এ সময় কোন প্রকার ইলিশ আহরন,ক্রয়,বিক্রয়,মজুদ,বিপনন সম্পূর্ন নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে।
এ অভিযানকে সফল করতে প্রশাসনের পাশাপাশি সুশিল সমাজকে এগিয়ে আাসার আহবান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন নাহার এর সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাউসার হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আক্তার,থানা পরিদর্শক(তদন্ত)মো.সফিকুল ইসলাম, উপজেলা মৎস কর্মকর্তা মালিক তানভীর হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ আমীর হোসেন খান,মোঃ ইয়াকুব আলী,ফরহাদ হোসেন মৃধা,সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন,আবুল কালাম,আবদুস সবুর কাজল প্রমূখ।
মৎস কর্মকর্তা জানান এ বছর ফরিদপুর জেলার চারাটি উপজেলায় ২২৩৭জন নিবন্ধিত জেলেদের জন্য একটি থোক বরাদ্দ এসেছে যা চরভদ্রাসন উপজেলায় এ বছরই প্রথম। ইলিশ মারা নিষেধাজ্ঞার সময়ে নিবন্ধিত প্রতি জেলেকে ২০কেজি করে চাল দিয়ে সহায়তা করা হবে।