মাদ্রিদে মুমিনের জীবনে রামাদান শীর্ষক আলোচনা ও একজন মুমিনের যা জানা আবশ্যক বইয়ের মোড়ক উন্মোচন।
স্পেন থেকে জাহিদুল আলম মাসুদ: বাংলাদেশ মসজিদ কমিটির আয়োজনএ মাদ্রিদের বায়তুল মোকাররম মসজিদে -মুমিনের জীবনে রমাদান শীর্ষক আলোচনা
সভা ও একজন মুমিনের জীবনে যা জানা আবশ্যক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।
মসজিদ কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদারের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মাওলানা আব্দুল মতিন আল আজহারী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন – আল্লাহ মানুষ এবং জ্বিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। আর রামাদান এসেছে মুমিনদের তাকওয়া অর্জনের জন্য। তাই বেশী বেশী ইবাদত করে আল্লাহ নৈকট্য লাভ করার উত্তম সময় রমাদান।
সভার শেষ দিকে হাফেজ হাসান বিন মুহাম্মদ উল্লাহ রচিত একজন মুমিনের যা জানা আবশ্যক বইয়ের মোড়ক উন্মোচন করেন আগত অতিথি।
সভায় বাংলাদেশী কমিউনিটির লোকজন ছাড়াও দেশী বিদেশী অনেক মুসল্লি উপস্থিত ছিলেন।