মনির মোল্যা : ফরিদপুরের মধুখালীতে কৃষক লীগের কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বেলা ১১টার দিকে মধুখালী উপজেলায় ডাকবাংলোতে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, সাবেক এমপি কাজী সিরাজুল ইসলাম। কর্মী সমাবেশ উদ্ভোধন করেন ফরিদপুর জেলা কৃষক লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ কবিরুল আলম মাও। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক লীগের ফরিদপুর জেলা কমিটির সাধারন সম্পাদক আবু সাঈদ মিয়া, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট শরিফ কায়সার, বোয়ালমারী উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান মিয়া, সাধারন সম্পাদক আকরামুজ্জামান মৃধা রুক, আলফাডাঙ্গা উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মকলেছুর রহমান, সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী সিরাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ আজ বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। উন্নয়নের অগ্রযাত্রাকে ধরে রাখতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।