বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ বোয়ালমারী উপজেলার ডোবরা দরবার শরীফ মাদ্রাসা ও ইয়াতিম খানা র ৫ শিশু শিক্ষার্থী যৌন নিপীড়নের শিকার হয়েছে। ৯ জুলাই রাতে ঐ শিশুদের উপর বিকৃত যৌন নিপীড়ন চালান মাদ্রাসা শিক্ষক মৌলভী মিজানুর রহমান। ঘটনার পর থেকে ঐ লম্পট শিক্ষক পলাতক রয়েছে।
জানাযায়, মাদ্রাসাটির হেফজ বিভাগের প্রথম ধাপের ঐ পাঁচ ছাত্র অন্যান্য দিনের ন্যায় ঘটনার দিনও এশার নামাজ পর তাদের শ্রেনী কক্ষে ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে লম্পট মৌলভী মিজানুর রহমান ঐ শ্রেনী কক্ষে প্রবেশ করে লুঙ্গী পড়া ঘুমন্ত ঐ ছাত্রদের নগ্ন করে তাদের সাথে বিকৃত যৌন আঁচড়ণ করেন। এ সময় ঘটনা আচ করে এক ছাত্র জেগে উঠলে ঐ শিক্ষক পালিয়ে যায়। ঘটনাটি নিয়ে মাদ্রাসা এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শিক্ষক গা ঢাকা দিয়েছেন। এ ঘটনা শিক্ষার্থী ও অভিভাবক মহলে তীব্র বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ভূক্তভোগী এক ছাত্রের অভিভাক মোঃ কামাল সিকদার ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করে বলেন,পবিত্র ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে এই ন্যাক্কার জনক কাজ মেনে নেয়া জায়না। ঐ কুলাঙ্গারের বিচার চাই। ঐ মাদ্রাসায় সন্তান কে আর পড়াবেন না বলে জানান কামাল সিকদার। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা খালেদ বিন নাছির বলেন,ঘটনা দূঃখ জনক। দোষী প্রমাণিত হলে পালিয়ে গিয়েও অভিযুক্ত রেহাই পাবেনা। দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করা হবে।