মনির মোল্যা : আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য, কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, সাবেক এমপি কাজী সিরাজুল ইসলাম বলেছেন, শিক্ষকেরা হচ্ছে জাতি গড়ার কারিগর। এই শিক্ষকরাই সমাজ বির্নিমানে কাজ করছে। তাদের কারনেই জাতি এগিয়ে যাচ্ছে। উন্নত দেশ গুলোতে শিক্ষকদের মর্যাদা অনেক উঁচুতে। আমাদের দেশে শিক্ষকদের তেমন একটা গুরুত্ব দেয়া হয়না। অথচ এই শিক্ষকেরাই মানুষকে শিক্ষিত করে গড়ে তুলতে রাত-দিন পরিশ্রম করে। আমাদের দেশের শিক্ষকদের বেতন আরো বাড়ানো উচিত। ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সকল পর্যায়ের শিক্ষকদের সম্মানে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাজী সিরাজুল ইসলাম আরো বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়নের জন্য ব্যাপক কাজ করে যাচ্ছে। বেশ কিছু মেগা প্রকল্প হাতে নিয়েছে। এসব প্রকল্পের কাজ চলছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। তা না হলে মেগা প্রকল্পের কাজ গুলো বন্ধ হয়ে যাবে। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ নিরাপদ। যারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে তাদের হাতে দেশ কখনোই নিরাপদ নয়। তারা ক্ষমতায় আসলে দেশকে নরকে পরিনত করবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে যিনিই আসবেন তাকেই আমরা ভোট দিয়ে জয়ী করবো। কাজী সিরাজুল ইসলাম বলেন, ফরিদপুর-১ আসনের প্রত্যন্ত এলাকায় আমি সভা-সমাবেশ ও মতবিনিময় সভা করছি। দল-মত নির্বিশেষে সবাই একটি কথা বলেন, নৌকার মাঝি পরিবর্তন চান তারা। বর্তমানে যিনি নৌকার মাঝি আছেন তাকে মনোনয়ণ না দিতে দলীয় সভানেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। আমি তাদের বলেছি, প্রধানমন্ত্রী সব খবরই রাখেন। তিনি যাকে ভালো মনে করবেন তাকেই মনোনয়ন দেবেন। এখানে যার ক্লিন ইমেজ রয়েছে, যার জনপ্রিয়তা রয়েছে তাকেই মনোনয়ন দেয়া হবে। বড় কোন নেতা দেখে শেখ হাসিনা মনোনয়ন দেবেন না।
কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ চত্বরে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় অন্যান্যোর মধ্যে বক্তৃতা করেন, পানি উন্নয়ন বোর্ডের সাবেক ডেপুটি ডিরেক্টর বি এম সামছুল হক, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ কবিরুল আলম মাও, জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক আবু সাঈদ খান, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ হামিদুর রহমান, বোয়ালমারী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার প্রফেসর আবদুর রশিদ, বোয়ালমারী কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, বোয়ালমারী উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক আকরামুজ্জামান মৃধা রুকু, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু মুরসালিন, হিন্দু মহাজোট নেতা সুভাষ সাহা, অ্যাডভোকেট শরীফ কায়সার প্রমুখ।
ইফতার মাহফিল পূর্বে দেশের অগ্রগতি, সমৃদ্ধি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
ইফতার মাহফিলে বোয়ালমারী উপজেলার প্রায় চার হাজার শিক্ষক-শিক্ষিকাসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয়।