বোয়ালমারীতে ২ মাদক সেবিকে এক বছরের কারাদন্ড

বোয়ালমারী প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের দক্ষিণ কামারগ্রাম থেকে মাদক বিক্রয় ও সেবন কালে ভ্রাম্যমাণ আদালত ৩ জনকে আটক করেছে। শনিবার বোয়ালমারী সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ওয়াসিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রম্যমাণ আদালত দক্ষিণ কামারগ্রামের হাবিবুর রহমানের ছেলে তুষার মোল্যা(২০), বাবর আলীর ছেলে রমজান আলী(২১) কে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর ধারা-১৯(১) এর টেবিল ক্রমিক নং ৯(ক) মোতাবেক ১(এক) বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এদের সঙ্গে মাদক সেবন অবস্থায় একই গ্রামের আনোয়ার হোসেনের পুত্র জিহাদ হোসেন (১৩ ) অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় পরিবারের জেলে পাঠানোর অনুরোধ সত্ত্বেও ভ্রাম্যমাণ আদালত শিশুটিকে সংশোধনর নিমিত্তে শিশু আইন- ২০১৩ মোতাবেক প্রবেশন কর্মকর্তা (উপজেলা সমাজসেবা কর্মকর্তা) এর নিকট হস্তান্তর করেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x