বেলজিয়াম যুবদলের ৪০তম প্রতিষ্ঠা বাষিকী উদযাপন

বেলজিয়াম থেকে ফারুক আহাম্মেদ মোল্লা : জাতীয়তাবাদী যুবদলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে গত মঙ্গল বার স্থানীয় সময় ৮ টায় ব্রাসেলস, বেলজিয়াম যুবদলের উদ্দেগে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এবং আলোচনা সভা করেন।

সভাপত্বিত করেন বেলজিয়াম যুবদলের আহবায়ক কাজী রহিমুল আহসান বাবু। অনুষ্ঠানটি পরিচালনা করেন যৌথভাবে বেলজিয়াম যুবদলের যুগ্ন আহবায়ক মোস্তফা বাবু এবং মাসুম পারভেজ যুবদল নেতা। প্রধান অথিতি ছিলেন বেলজিয়াম বি এন পির সাধারন সম্পাদক ইকবাল হোসেন বাবু ,প্রধান অথিতি তার বক্তেবে বলেন বেগম খালেদা জিয়ার উপর মিথ্যা মামলা দিয়ে যে প্রহসনের রায় দিয়েছে তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। এবং খালেদা জিয়ার নিৎসর্ত মুক্তি কামনা করেন। তীব্র কণ্ঠে বলেন অবাধ ও নিরপেক্ষ গণতান্ত্রিক ভাবে নির্বাচন হলে বর্তমান সরকারের পতন হবে সেই সাথে সকল অপকর্মের জবাবদিহি করতে হবে। বিষেস অথিতি ছিলেন বেলজিয়াম বি এন পির সহ সভাপতি হাসান রাকীব প্রধান,বিষেশ অথিতি তার বক্তবে বলেন জিয়া চ্যারিটেবল মামলার রায়
ইতিহাসে যুক্ত হলো অপশাসনের আরেক টি কালো দিন। এ সময় আরো বক্তব্য রাখেন সহ সভাপতি সৈয়দ মাহমুদ আক্কাছ । মোঃ কামাল হোসেন পাটোয়ারী -সমাজ কল্যান বিষয়ক সম্পাদক বেলজিয়াম বিএনপি। আসিফ উদ্দিন, বেলজিয়াম যুবদলের যুগ্ন আহবায়ক সাইফউদ্দিন ইরান।যুগ্ন সম্পাদক ইসমাইল হোসেন ফরহাদ, যুব দল নেতা মাহমুদুল হাসান মম। সাখাওয়াত রাফি যুগ্ন আহবায়ক যুব দল। রুহুল আমিন সুমন, আমজাদুল হক দিপু , মোঃ ওমান বকুল, নুর নবী, জাহিদুল ইলাম, মোঃ শরিফ, বিল্লাহ খান, জাহিদ হোসেন আ:আলিম, রাসেল আহাম্মেদ, খালেদ আহাম্মেদ প্রমুখ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments