বকুল খান, স্পেন প্রতিনিধি : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বিক্রমপুর-মুন্সিগঞ্জ সমিতি মাদ্রিদ এর পূর্ণাঙ্গ কমিঠি ঘোষনা করা হয়েছে।
গত ২০ নভেম্বর রাতে রাজপূত রেস্টুরেন্টে ২০১৮/২০২০ সালের কার্যকরী কমিটি আনুষ্ঠানিক ভাবে পরিচয় করে দেন অনুষ্টানের সভাপতি, (প্রধান আহবায়ক) আবুল কালাম আজাদ যুব রাজ।
বিপুল সংখ্যক বিক্রমপুর মুন্সিগঞ্জ বাসীর উপস্থিতে উপদেষ্টা সাংবাদিক এ কে এম জহিরুল ইসলামের সঞ্চালনায় নব গঠিত কমিটিতে মোমিনুল ইসলাম স্বাধীন কে সভাপতি, শেখ আল আমিন সিনিয়র সহ সভাপতি, পিয়ার হোসেন সৌরভ কে সাধারন সম্পাদক এবং স্বপন হুসেন কে সাংগঠনিক সম্পাদক করে ৪৩ সদস্য বিশিষ্ট গঠিত কমিটি ঘোষনা করা হয়।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গ্রেটার ঢাকা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা মিল্টন ভুইয়া কচি।
আরও বক্তব্য রাখেন ইব্রাহিম খলিল আনোয়ার হুসেন, আলমগীর শেখ, জাফর আহমেদ, রহিম শেখ, শাহ আলম, টুটুল শেখ, ডালিম মোয়াজ্জেম হুসেন, আবুল হুসেন মামুন আল রাশিদ, ফারুক আহমেদ জাহিদ হুসেন, সেলি সরকার প্রমুখ।
বক্তারা বলেন, বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতি আগামিতে মাদ্রিদের বায়তুল মুকাররম মসজিদের এক মাসের ভাড়া, প্রবাসিদের লাশ পাঠানর সহ প্রবাসিদের কল্যানে অগ্রনি ভুমিকা রাখবে।
নব গঠিত কমিঠি কে ফুলেল শুভেচ্ছা জানান কমিউনিটি নেতৃবৃন্দ।