বাড়ি নির্মাণের বিরোধে দুই ভাই-বোনকে মারধরের অভিযোগ

ঢাকার ধামরাইয়ে বাড়ি নির্মাণে বাধা দেওয়ার প্রতিবাদ করায় দলবেঁধে আপন দুই ভাই-বোনকে মারধর ও শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) আহতের ছোটভাই চিত্ত রঞ্জন ঘোষ বাদী হয়ে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এর আগে, বুধবার (২৭ ডিসেম্বর) ধামরাই পৌরসভার গোপনগর এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- ধামরাই পৌর এলাকার সুভাষ চন্দ্র ঘোষের ছেলে আনন্দ ঘোষ ও তার বোন মমতা রানী বর্তমানে তারা রাজধানীর জাতীয় অর্থপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতালে) চিকিৎসাধীন।

অভিযুক্তরা হলেন, ধামরাই পৌরসভার গোপনগর এলাকার বাসিন্দা দিপু (২৭), পুলিন ঘােষ (৫০), গৌর ঘােষ (৫০), হারাধন ঘোষ (৪৮), উদয় ঘোষ (৪৪), বিপ্লব ঘোষ (৩০), নেপাল ঘােষ (৫৫), হৃদয় ঘােষ (২৬), নিলয় ঘোষ (২৩) এবং আকাশ (২৫)।

অভিযোগ সুত্রে জানা যায়, বুধবার (২৭ ডিসেম্বর) ভুক্তভোগীরা তাদের বাড়ির অংশে নির্মাণ কাজ তদারকি করছিলেন এসময় অভিযুক্তরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে তাদের নির্মাণ কাজে বাঁধা প্রদান করে এবং তাদের গালাগাল করতে থাকে। এসময় ভুক্তভোগীরা এর প্রতিবাদ করলে তাদের উপর হামলা চালিয়ে মারধর করা হয়। এতে ভুক্তভোগী আনন্দ ঘোষের ডান পায়ের হাড় ভেঙে যায় এবং মমতা রানীর কোমড়ের হাড় ভেঙে যায় এসময় মমতা রানীর পরনের কাপড় টানা হেচরা করে শ্লীলতাহানি করে এবং তার গলায় থাকা স্বর্নের চেইন ছিনিয়ে নেয়। তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আহতের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসার জন্য অর্থপেডিক হাসপাতালে রেফার্ড করে।

এ বিষয়ে আহত আনন্দ ঘোষ জানান, বাড়ির সীমানা নিয়ে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাদের পরিবারের উপর এই হামলা চালিয়েছে অভিযুক্তরা।

তিনি বলেন, যাদের জন্য আজকে আমার এই পঙ্গু হওয়ার অবস্থা আমি তাদের কঠোর শাস্তি চাই।

এ ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) অসীম বিশ্বাস বলেন, বাড়ি নির্মাণ নিয়ে বিরোধ থেকে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments