বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইতালির দক্ষিণের আয়োজনে ১৬ ডিসেম্বরের বিজয় দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সম্মানীত অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় অভিনন্দন জানায় সংগঠনের নেতৃবৃন্দ।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইতালির দক্ষিণের আহ্বায়ক মো: আইয়ূব আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব দেলোয়ার হোসের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ইতালি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম এবং সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন প্রধান বক্তা হিসবে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের মানুষ একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ গড়তে অধীর আগ্রহে অপেক্ষা করছে। নির্বাচিত সরকার সরকার ছাড়া দেশের পরিবর্তন সম্ভব নয়।
এছাড়াও ইতালি বিএনপির শীর্ষনেতৃবন্দ এবং রোম মহানগর বিএনপি, ইতালি যুবদল, শ্রমিক দলের নেতাকর্মী সহ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ইতালির দক্ষিণের যুগ্ম আহ্বায়ক গাজী সাইফুল ইসলাম, ইমরান দেওয়ান পরাগ, জহিরুল হক, খলিলুর রহমান এবং জাতীয়তাবাদী নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী বেলাল হোসেন, শাহিন আলম, সুমন আহম্মেদ এবং ইতালিস্থ নরসিংদী জেলা বিএনপি ও জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন হারুন পাটোয়ারী, ওয়াসী উদ্দিন হীরা, আরিফ সিকদার, জাকির শরীফ, মাসুম চৌধুরী, সোহেল চৌধুরী, ইবনে ইমরান, মোহাম্মদ খোকন, মোহাম্মদ আশরাফ উদ্দিন, শাহ শওকত, জহিরুল ইসলাম, নয়ন মাহমুদ প্রমূখ।
তারা বলেন, আগামী দিনে একটি অত্যাধুনিক বাংলাদেশ ও সুশাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে সকল যড়যন্ত্র প্রতিহত করে এগিয়ে যেতে হবে।