ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের নির্বাচনে নুরুল ইসলাম চেয়ারম্যান সমর্থীত প্যানেলের বিজয়

মনির মোল্যা : ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নুরুল ইসলাম চেয়ারম্যান সমর্থীত প্যানেলের বিজয় লাভ। মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে এ ভোট গ্রহন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার আবুল খায়ের জানান, সুষ্ট ও সুন্দর পরিবেশের মধ্যেদিয়ে ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন শেষ হয়। মোট ৫২১ ভোটের মধ্যে ৪৬৯ ভোট কাষ্ট হয়। এ নির্বাচনে ৭জন সদস্য ও ২জন সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করেন। এরমধ্যে সদস্য পদে ফরিদ কাজী, আব্দুল ছত্তার মোল্যা, লালন ফকির, আব্দুল আলী ও সংরক্ষিত মহিলা সদস্য পদে লক্ষী বেগম জয়লাভ করেছেন। স্থানীয়রা জানান বিজয়ীরা সবাই উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বল্লভদি ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলামের সমর্থীত প্রার্থী।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments