কাজী রুমেল, ভ্রাম্যমাণ প্রতিনিধি, ভৈরব-কিশোরগঞ্জ : সফল চেয়ারম্যান ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য এবার ফিদেল কাস্ত্রো পারফরমেন্স এ্যাওয়ার্ড ২০১৮ পেলেন ভৈরবের গজারিয়া ইউপি চেয়ারম্যান কাজী গোলাম সারোয়ার।
১৩ই আগস্ট, সোমবার সন্ধ্যা ছয়টায় ঢাকার বিজয়নগরের অভিজাত হোটেলে অর্ণেটে বাংলাদেশ কালচারাল পরিবারের আয়োজিত অনুস্ঠানে প্রধান অতিথি সাবেক প্রধান বিচারপতি জনাব তফাজ্জল ইসলাম এ পদক প্রদান করেন ।
অনুস্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সেনা প্রধান ও রাস্ট্রদূত, বীরপ্রতীক লেঃজেনারেল (অবঃ)হারুন অর রশিদ। ডঃ মোহাম্মদ সোলায়মান, উপচার্য, ইউআইটিএস সহ বিভিন্ন সামাজিক ও রাজনীতিক ব্যক্তিবর্গ।
অনুস্ঠানে সভাপতিত্ব করেন বিশিস্ঠ সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ব শেখ সিরাজুল ইসলাম লিটু।
এ বিষয়ে চেয়ারম্যানের বড় ছেলে ভৈরব উপজেলা সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক কমিটির সদস্য কাজী নুরুল আলম সোমেল জানান।
এক মাসের ব্যবধানে তিনটি পদক পেলেন গজারিয়া ইউপি চেয়ারম্যান কাজী গোলাম সারোয়ার । গজারিয়া ইউনিয়নের ইতিহাসে অল্প সময়ে এর আগে কোন চেয়ারম্যান এতো পদকে ভূষিত হয়েছেন বলে জানা নেই । তিনি বলেন প্রতিটি পদক তার দল ও গজারিয়া ইউনিয়নবাসীর বিশ্বাস ও আস্থার ফসল।