মনির মোল্যা : ফরিদপুর (২আসন) সালথা-নগরকান্দার সাবেক সংসদ সদস্য, সালথা-নগরকান্দার গনমানুষের নেতা, ফরিদপুর জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মোঃ সাইফুজ্জামান চৌধুরী জুয়েল এর পক্ষ থেকে লিফলেট বিতরণ। সোমবার ফরিদপুর (২আসন) সালথা-নগরকান্দা-কৃষ্টপুর এর বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরনে অংশ নেন, আওয়ামীলীগ নেতা এনায়েত হোসেন চৌধুরী, লিপটন চৌধুরী, বিল্লাল মোল্যা, হাফেজ মাতুব্বর, শেরআলী মিয়া, লিয়াকত মাতুব্বর, আবুল হোসেন মাতুব্বর, নগরকান্দা উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন-সাধারন সম্পাদক আয়য়ুব আলী, ফুলসুতি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বিপ্লব মোল্যা প্রমূখ।
সাবেক সংসদ সদস্য জুয়েল চৌধুরী টেলিফোনযোগে আলাপ কালে এপ্রতিনিধি কে বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার -উন্নয়নের কথা গ্রামে গ্রামে পৌছে দিতেই আমার এলিফলেট বিতরন কর্মসুচী চালু করা। সালথা-নগরকান্দা-কৃষ্টপুরের প্রতিটি ঘরে ঘরে শেখ হাসিনার -উন্নয়নের বার্তা পৌছে দেয়াই আমার মূল লক্ষ। যতদিন রবে শেখ হাসিনার হাতে দেশ ততদিন নিরাপদ থাকবে বাংলাদেশ। আমার এলিফলেটে আওয়ামীলীগ সরকারের সকল -উন্নয়নের চিত্র তুলে ধরা হয়েছে। শেখ হাসিনার উন্নয়ন এর কথা ঘরে ঘরে পৌছে দেওয়াই আমার মূল লক্ষ। আমার এ কর্মসুচী অব্যহত থাকবে ইনসাআল্লাহ্।