মনির মোল্যা : আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা উম্মে সালমা তানজিয়া।
সোমবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফরিদপুরের চারটি সংসদীয় আসনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১৭ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এ সময় ফরিদপুর ২ আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরীর পক্ষে তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর চৌধুরী লাবু, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু, ফরিদপুর ১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মঞ্জুর হোসেন এবং ফরিদপুর ৩ আসনে সিপিবি মনোনীত কাস্তে প্রতীকের রফিকুজ্জামান লায়েকসহ প্রার্থীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে প্রতীক বরাদ্দ পাওয়ার পর পরই প্রার্থীদের সমর্থকরা আনুষ্ঠানিকভাবে প্রচারণার অংশ হিসেবে মিছিল বের করেন। এ ছাড়া অনেক স্থানে প্রার্থীর পোস্টার টাঙানো হয়।