চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি: কর্মব্যস্ত জীবনের কান্ত সময় পার করতে যেতে পারেন ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গোপালপুর ফেরী ঘাটে।প্রিয়জনদের নিয়ে কিছু সময়ের জন্য হারিয়ে যেতে পারেন প্রকৃতির অপরুপ রুপের মাঝে। বিকেল হলেই স্থানটি পার্শবর্তী ও স্থানীয়দের পদচারনায় মুখর হয়ে উঠে।
কেন বারবার আসতে মন চাইবে আপনার?
নদী বিধৌত ছোট একটি উপজেলা চরভদ্রাসন। সদর বাজার হতে মাত্র এক কিলোমিটার দূরে গোপালপুর ফেরী ঘাট। বর্ষা মৌসুমে উত্তাল থাকে পদ্মা নদী। কিন্তু অক্টোবরের শুরু থেকে ঘাট এলাকা জুড়ে জেগে উঠে প্রায় ৩ কি:মি: বিস্তৃত চর। তার বুকজুড়ে থাকে ছোট ছোট ঝাউগাছ।মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত উপভোগ করা যায় প্রকৃতির নৈষার্গীক দৃশ্য।বিশেষ করে সূর্য অস্ত যাবার সময়টুকু মনে দাগকাটবেই।এছাড়া কাছে থেকে দেখতে পারেন জেলেদের তাজা ইলিশ শিকার। ঘাট থেকে নদীর পাড় পর্যন্ত গাড়ী চলাচলের জন্য রয়েছে মাটির রাস্তা। এক কথায় এ স্থানে আসলে মুগ্ধ হবেন আপনি।
কিভাবে আসবেন?
জেলা শহর ফরিদপুরের টেপাখোলা বাস স্টান্ড ও সুপর মার্কেটের সামনে হতে পাবেন মাহিন্দ্র ও অটো রিক্সা। ৫০ টাকা ভাড়া দিয়ে ৬০ মিনিটে পৌছে যাবেন চরভদ্রাসন বাজার সেখান হতে ১০ টাকা ভাড়ায় গোপালপুর ঘাট। দূর হতে আসলে থাকার জন্য রয়েছে সরকারী ডাকবাংলো ও একটি আবাসিক হোটেল। ট্রলার যোগে পিকনিকের জন্যও আসতে পারেন এ চরে।
স্থানীয়দের ধারনা পৃষ্ঠপোষকতা পেলে চরভদ্রাসনের এ স্থানটি হয়ে উঠতে পারে ভ্রমন পিপাশুদের জন্য দর্শনীয় স্থান।