ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীকে বিজয়ী করতে গণসংযোগ করেছে ইতালীস্থ কাচিঁকাটাবাসী।
সমাজ ও দেশ উন্নয়নে যোগ্য মানুষের বিকল্প নাই।
আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার লক্ষ্যে দেশের সীমানা পেড়িয়ে সূদুর প্রবাসেও গণ সংযোগ শুরু করেছে সমর্থকবৃন্দ।
আসছে নয় মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীকে বিজয়ী করতে ইতালীর নাপলীস্থ শরীয়তপুর জেলার কাচিঁকাটা ইউনিয়নবাসী গণ সংযোগ ও দোয়া কামনা করেন প্রার্থী এইচ এম কামরুল ইসলামের জন্য।
আলোচনা সভায় কাচিঁকাটা বাসী বলেন একটি দেশ, সমাজ ও জাতীকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে যোগ্য, সৎ ও শিক্ষিত ব্যক্তির কোন বিকল্প নাই। তারা কামরুল ইসলামের জন্য প্রবাস থেকে সব ধরনের সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।
স্থানীয় একটি হলরুমে আয়োজিত সভায় অনেকের মধ্যে বক্তব্য রাখেন সাদেকুর রহমান তুষার, মামুন আলম মাহবুব, নাজমুল হোসেন সহ আরো অনেকে। কাচিঁকাটাবাসী ছাড়াও আত্মীয় স্বজনের রেসে আরো অনেকেই উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা প্রার্থী কামরুল ইসলামের জীবনাদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন কাচিঁকাটার উন্নয়নের জন্য এইচ এম কামরুল ইসলামের বিকল্প নাই। তারা পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে দেশের সবাই যেন ভোট কেন্দ্রে গিয়ে কামরুল ইসলামকে ভোট দেয়
সে ব্যাপারে গণসংযোগ করেন।