এমডি রিয়াজ হোসেন, ফ্রান্স (প্যারিস) থেকেঃ
প্রবাসীদের কল্যাণ এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করছে অল ইউরোপীয়ান বাংলাদেশ এসোসিয়েশন আয়েবা। সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করতে আয়েবার ১৩ তম কার্যনির্বাহী সভা সম্পন্ন হয়েছে। শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসের সদর দপ্তরে ১৩তম সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার ডঃ জয়নুল আবেদিনের সভাপতিত্বে এবং মহাসচিব কাজী এনায়েত উল্লাহর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট আহমেদ ফিরোজ, ফকরুল আকম সেলিম,ড জিন্নুরাইন জাগিরদার, সুলতান হোসেন, যুগ্ম মহা সচিব এম এ রব মিন্টু ও শরিফ আল মমিন, সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম নাসিম, সহ কোষাধ্যক্ষ হেনু মিয়া ও শাহিনুল ইসলাম তালুকদার, সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক স্বপন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো আজহারুল হক ফেরদৌস, সদর দপ্তরের নির্বাহী পরিচালক জানা মার্টিন, বিজনেস এফেয়ার্স সম্পাদক শুভ্রত ভট্রাচার্য শুভ, জনসংযোগ সম্পাদক কামাল মিয়া, এক্সিকিউটিভ সদস্য ইকরাম ফরাজী, মাহারুল ইসলাম রহমান মিন্টু, খলিলুর, পারভেজ মনোয়ার, মাইনুল ইসলাম নাসিম সহ অন্যান্যরা।
ইউরোপে আনডকুমেন্টেড বা স্ট্যাটাসলেস প্রবাসী বাংলাদেশীদের জন্য এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়ে জেনেভাতে অবস্থিত জাতিসংঘের সংশ্লিষ্ট দপ্তরের সাথে আয়েবা কাজ করছে বলে সভায় জানানো হয় ।
ফ্রান্স ছাড়াও স্পেন, ইতালি, গ্রীস, অষ্ট্রিয়া, সুইজ্যারল্যান্ড, চেক রিপাবলিক, আয়ারল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আয়েবার সদস্যরা এ সভায় যোগ দেন। সংগঠনের মুখপাত্র মহাসচিব কাজী এনায়েত উল্লা বলেন আমাদের ইসি মিটিং নিয়মিত রুটিনে হচ্ছে। প্রতিটা মিটিং আমরা চেষ্টা করি প্রবাসীদের উপকারে আসবে এমন বিষয় খুজে বের তা করার জন্য মাঠে নেমে পরি। একদিকে যেমন প্রবাসীদের পক্ষে কথা বলার প্লাটফর্ম ঠিক দেশে বিনিয়োগের ক্ষেত্রে সমস্যা এবং সম্ভবনা খুজে বের কাজ সঠিক ভাবে বিনিয়োগ করার ক্ষেত্রে ব্যবসায়ীদের পরামর্শও দিবে। আমরা সপ্ন নিয়ে প্রতিষ্ঠা করেছিলাম এই সেই সপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি। যুগ্ম মহাসচিব এম এ রব মিন্টু বলেন এক সময় আমরা ইউরোপের বিভিন্ন দেশে দেশে গিয়ে সামাজিক কাজে ভলান্টিয়ার খুজছি ইর এখন আমাদের কার্যক্রম থেকে নিজ ইচ্ছায় আরেবার প্লাটফর্মে নাম লিখাতে চায়। এটাই হচ্ছে সংগঠনের সার্থকতা।