বিশেষ প্রতিবেদক: শেষ রক্ষা হলো না চরভদ্রাসন-ফরিদপুর ভায়া এমপি ডাঙ্গী’র ১ শত মিটার পাকা সড়কটির। ফরিদপুরের চরভদ্রাসনে সদর ইউনিয়নের এমপি ডাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলজিইডির পাকা সড়কটি বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবল বর্ষনের সময় নদী গর্ভে বিলীন হয়ে যায়। ভাঙ্গনের ফলে চরভদ্রাসন সদরের সাথে গাজিরটেক, হরিরামপুর ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যে কোন মুহুর্তে বিলীন হতে পারে এমপি ডাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আধা পাকা ভবন সহ নব নির্মিত তিন কক্ষ বিশিষ্ট আনুভূমিক টিনের ঘর।
সরেজমিনে দেখা যায় একদিকে প্রচন্ড বর্ষন অপরদিকে পদ্মার তীব্র শ্রোতের তোড়ে প্রমত্বা পদ্মা গ্রাস করছে ভাঙ্গন রোধে অস্থায়ী ভাবে নির্মিত পাউবো’র ডাম্পিং কাজের ফেলা বালির বস্তা।
প্রত্যক্ষদর্শীদের জানান বিকাল ৫:৩০ মিনিটের দিকে হঠাৎ করেই ভাঙ্গন দেখা দেয়। এতে ডাম্পিং এর মাধ্যমে বালির বস্তা দিয়ে নির্মিত অস্থায়ী ৫০ মিটার বাধ এবং এরপরেই এমপি ডাঙ্গীর ১শত মিটার পাকা সড়ক নদী গর্ভে বিলীন হয়। এভাবে ভাঙ্গন অব্যাহত থাকলে রাতের মধ্যেই বিলীন হবে ৭২ বছরের প্রাচীন স্কুলটি।