রাজিউল হাসান পলাশ : ঢাকা ২০ (ধামরাই) আসনে মহাজোট থেকে আওয়ামী লীগের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ বলেছেন, নৌকার বিজয় মানে দেশের উন্নয়ন, গত ১০ বছরে আওয়ামী লীগ সরকার যেসব উন্নয়ন করেছে তা জনগণকে বোঝাতে হবে। ভোটারদের কাছে গিয়ে সরকারের দৃশ্যমান উন্নয়নের কথা তুলে ধরে তাদের মন জয় করতে হবে। গতকাল ধামরাই পৌরসভার নয়টি ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আমি ধামরাইয়ের অবহেলিত মানুষের পাশে থেকে কাজ করেছি এবং আমৃত্যু আমি দেশের স্বার্থে কাজ করতে চাই।
জনগণের সেবা করার জন্যই দল আমাকে প্রার্থী করেছে। তাই দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।সবাই এক হয়ে নৌকার পক্ষে কাজ করে বিপুল ভোটে জয়ী হয়ে এই আসনটি প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে হবে। ঢাকা-২০ ধামরাই আসনে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সহযোগী সংগঠনের উদ্যোগে আওয়ামী প্রার্থী আলহাজ্ব বেনজির আহমদ স্থানীয় নেতাকর্মীদের নিয়ে মঙ্গলবার ( ০৪ ডিসেম্বর) সারাদিন ধামরাই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মতবিনিময় সভা ও নির্বাচনী প্রচার কমিটি গঠন করেন।
এসময় বেনজীর আহমদের সাথে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহন করেন ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা। ঢাকা জেলা আওয়ামী-লীগের সহ-সভাপতি এ্যাডঃ খন্দকার আবুল কাশেম রতন. ধামরাই উপজেলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ সাখাওয়াত হোসেন সাকু, ধামরাই উপজেলা যুবলীগ নেতা মোঃহাফিজুর রহমান (হ্যাপি), ধামরাই পৌর-যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সানাউল হক সুজন. পৌর যুবলীগের সহ-সভাপতি মোঃ আলী খান, পৌর-ছাত্রলীগ সভাপতি সাইদুল আমিন স্বপন. ধামরাই পৌরসভা সাবেক ছাত্রলীগ সভাপতি ও সাবেক ধামরাই কলেজ শাখা সভাপতি মাসুদ রানা, ধামরাই উপজেলা ছাত্রলীগ যুগ্ন-আহবায়ক সারোয়ার মাহাবুব তুষার প্রমূখ।