তৈয়বুর রহমান (তুহিন) চরফ্যাসন : ভোলা৪ (চরফ্যাসন মনপুরা) আসনে একাদশ সংসদ নির্বাচনে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পুনরায় নৌকার মাঝি হলেন সাবেক পরিবেশ বন উপমন্ত্রী আবদুল্লা আল ইসলাম জ্যাকব, এমপি। নৌকা প্রতীকে একক ভাবে মনোনিত হওয়ার পর তিনি মঙ্গলবার(১১ ডিসেম্বর) সকালে তাঁর নির্বাচনী এলাকায় মনপুরা উপজেলা পৌঁছলে বিভিন্ন স্থানের নেতাকর্মীরা তাঁকে উষ্ণ ফুলেল শুভেচ্ছা ও অভিবাদন জানান। এসময় নেতাকর্মীদের তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানান।
মনপুরা উপজেলা আ’লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শেলিনা আক্তার চৌধুরী, নেতৃত্বে ভিবিন্ন স্থানের নেতাকর্মীরা,উষ্ণ শুভেচ্ছা জানান। এসময় নেতকর্মীদের উদ্দেশ্যে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন, নৌকার বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার হাত ধরে (চরফ্যাসন মনপুরা) উপজেলায় গত ১০বছরে ১০০%এর ভিতরে ৯৮% উন্নয়ন করা হয়েছে। আর এই উন্নয়নের কারণেই আগামীতে চরফ্যাসন মনপুরা বাসী আবারো নৌকা মার্কায় ভোট দিবেন।