রাজিউল হাসান পলাশ : ঢাকা-আরিচা মহাসড়ক যানজট মুক্ত রাখার দাবি নিয়ে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে নিরাপদ সড়ক চাই ধামরাই উপজেলা শাখা। আজ ৪ এপ্রিল শুক্রবার সকাল দশটায় ধামরাইয়ের ইসলামপুরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। ধামরাইয়ের ইসলামপুর, থানারোড, ঢুলিভিটা এলাকাগুলোতে প্রতিদিন সৃষ্ট যানজটের সমস্যা সমাধানে প্রশাসনের পদক্ষেপ গ্রহনের জন্যই আয়োজন করা হয় মানববন্ধন।
নিসচা ধামরাই শাখার সদস্য সহ ধামরাইয়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করে।
শান্তিপূর্ণ মানববন্ধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নিরাপদ সড়ক চাই ধামরাই উপজেলা শাখার সভাপতি নাহিদ মিয়া বলেন বালুর গদির অনিয়ন্ত্রিত ট্রাক চলাচল, মাছের আড়তের মাছ লোডিং আনলোডিং এবং তৈরি পোশাক কারখানা গুলোর নিজস্ব পরিবহন না থাকার কারনে প্রতিদিন এই যানজটের সৃষ্টি হয়। সংস্থার সাধারণ সম্পাদক আবু রিফাত জাহান বলেন, সড়কে ডিভাইডার এবং ট্রাফিক পুলিশ প্রয়োজন।
সহ-সভাপতি ইমরান হোসেন বলেন, প্রশিক্ষিত ড্রাইভার, যাত্রী উঠানামা করার জন্য রাস্তার নির্দিষ্ট অংশ ব্যবহার, বালুর ট্রাক নির্দিষ্ট সময়ে চলাচল করার নিয়ম করে দিতে প্রশাসনিক পদক্ষেপ প্রয়োজন। এসময় আরোও বক্তব্য রাখেন প্রথম আলোর উপ প্রকাশক মাহমুদ ইকবাল, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রিজাউল হক, আরবান স্কুল এন্ড কলেজের পরিচালক মোঃ ওয়াহিদুজ্জামান, ধামরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমদ, এডভোকেট আবুল কালাম মিজানুর রহমান, সুশীল নাগরিক সমাজের সদস্য শফিক আনোয়ার গুলশান, ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সদস্য ও নিসচার কার্যকরী সদস্য সাইদুল ইসলাম খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্টার মাহতাব উজ জাহিদ মিল্টন।