মনির মোল্যা : নানা আয়োজনে ফরিদপুরের সালথায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। ১৫ আগষ্ট উপলক্ষে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্তরে র্যালী ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যেদিয়ে শোক দিবসের কার্যক্রম শুরু করেন। এসময় উপজেলা পরিষদ ও প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবকলীগ, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফো, ছাত্রলীগসহ বিভিন্ন সরকারী বে-সরকারী শিক্ষা প্রতিষ্ঠান সমূহ। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা সম্মেলণ কক্ষে আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে সভায় বঙ্গবন্ধুর আত্মজিবনী নিয়ে আলোচনা করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী।
উক্ত অনুষ্টান শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়!