মনির মোল্যা : ফরিদপুর-বরিশাল মহাসড়কে নগরকান্দা উপজেলার মাশাউজান নামক স্থানে বাসের ধাক্কায় মনোহরপুর এম এ শাকুর মহিলা কলেজের দ্ধাদশ শ্রেণীর মেধাবী ছাত্রী শারমিন আক্তার নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সুত্রে জানাগেছে, শারমিন আক্তার বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে বাড়ী থেকে বের হয়ে খালার বাড়ী যাওয়ার উদ্দেশ্যে মশাউজান বাস স্টপে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলো। ঢাকাগামী সেবা গ্রীন লাইন পরিবহনের একটি দ্রুতগামী বাস সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শারমিনের মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষুদ্ব এলাকাবাসি ফরিদপুর-বরিশাল মহাসড়কে অবরোধ করলে রাস্তার উভয় পাশে প্রায় ২০ কিলো মিটার যানজটের সৃষ্টি হয়। প্রায় ৩ ঘন্টাব্যাপী যাত্রীরা দুর্ভোগে পড়েন। নগরকান্দা থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম উপস্থিত হয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন। শারমিন উপজেলার বিলনালিয়া গ্রামের ইয়াছিন শেখের মেয়ে বলে জানাগেছে। তবে সে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের কৃঞ্চনগর গ্রামে মামা বাড়িতে থাকতো। সংবাদ পেয়ে ফরিদপুর জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া ছুটে যান শারমিনের পরিবারকে সান্তনা দিতে। এ সময় তার সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম। জেলা প্রশাসক এসময় শারমিনের দাফন সম্পন্ন করার জন্য তার মা করিমন বেগমের হাতে ১০ হাজার টাকা তুলে দেন।