মনির মোল্যা : “ শিক্ষার মান রক্ষা করি, উন্নত বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে ধারন করে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরনের লক্ষে ফরিদপুরের নগরকান্দায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বদরুদ্দোজা শুভ। মতবিসিময় সভায় বক্তব্য রাখেন সদ্য বিদায়ী নগরকান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরীফ মোঃ মোর্তুজা আহসান, সদ্য যোগদানকৃত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন,এম এন একাডেমীর প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, তালমা নাজিমউদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, চাঁদহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, কাইচাইল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কাইচাইল ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু, শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলী মিয়া, দহিসারা দাখিল মাদ্রাসার সুপার এনামুল কহ খান,বিলগোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার মোঃ শাহজাহান প্রমুখ।
বক্তারা নগরকান্দায় মানসম্মত শিক্ষা নিশ্চিতকরনের লক্ষে বেশ কিছু সুপারিশ মালা পেশ করেন এবং তা বাস্তবায়নের দাবি জানান। সবশেষে শিক্ষা বাতায়নে বিভিন্ন প্রকার ডিজিটাল কনটেন্ট নির্মান করায় শিক্ষা অধিদপ্তর কর্তৃক পুরুস্কারপ্রাপ্ত ১০ জন কৃতি শিক্ষার্থীর হাতে পুরুস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বদরুদ্দোজা শুভ।