রাজিউল হাসান পলাশ : ঢাকা জেলার ধামরাই উপজেলার ধামরাই বাজার সড়কের অধিকাংশ জুড়েই রয়েছে ফাটল ও খানাখন্দ। রাস্তাটি ঢাকা আরিচা মহাসড়ক থেকে চলে এসেছে ধামরাই বাজার পর্যন্ত। এই সড়কটি ধামরাই উপজেলার প্রানকেন্দ্র ধামরাই বাজারের প্রবেশ পথ হিসেবেও পরিচিত। এমন পরিস্থিতিতে দুর্ভোগ লাঘবে রাস্তা সংস্কারের দাবি তুলেছেন সাধারণ জনগণ।
সরেজমিনে বাজার হতে ঢুলিভিটা পর্যন্ত পর্যবেক্ষণ করে দেখা গেছে, ধামরাই যাত্রাবাড়ী নামক স্থান থেকে আব্দুস সোবহান মডেল হাইস্কুল পর্যন্ত রাস্তার অবস্থা এতটাই খারাপ যে রিক্সা এবং সি এন জি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আর বৃষ্টি হলেতো কথাই নেই পানি জমে গর্তগুলি ঢেকে যায় এবং দূর্ঘটনা ঘটে। যান চলাচলের অনুপযোগী হওয়াতে গাড়িগুলো পিচঢালা পথ ছেড়ে কাচাঁ রাস্তা দিয়ে চলে এতে পায়ে হাটা মানুষদের পড়তে হয় বিপাকে।
ধামরাই পৌরশহরের প্রানকেন্দ্র ধামরাই বাজার, ধামরাই উপজেলা অফিস, ভূমি অফিস, বিভিন্ন রাষ্ট্রায়াত্ত ব্যাংক, কর কর্মকর্তার কার্যালয়ে যাওয়ার এবং টাঙ্গাইল কালিয়াকৈর এর বাইপাস হিসেবে ব্যবহৃত হয় এই রাস্তাটি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অসংখ্য মানুষের চলাচলের এই রাস্তাটির বেহাল অবস্থায় প্রতিদিনই দূর্ভোগ পোহাতে হচ্ছে তিন নং ওয়ার্ড সহ সারা ধামরাই এর জনগনকে। এই রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য মাটির ট্রাক চলাচল করে যে কারনে রাস্তাটি দিন দিন আরোও খারাপ হয়ে যাচ্ছে। রাস্তাটি বেহাল দশার কারনে যানজট সৃষ্টি হচ্ছে প্রতিদিন।
৩ নং ওয়ার্ডের লাকুরিয়া পাড়ার বাসিন্দারা জানান আমাদের প্রতিদিনই এই রাস্তা দিয়ে যেতে হয়। কিন্তু রাস্তায় অসংখ্য গর্তের কারণে যেকোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। রাস্তাটি এতটাই খারাপ হয়ে গেছে পায়ে হেটে যেতেও বিপদজনক, এদিক ওদিক থেকে গাড়ি রাস্তার পরিবর্তে ফুটপাতে চলে আসে। অটোরিক্সা, ইজিবাইক চালকগন বলেন, প্রতিদিন এমন ভাঙ্গা রাস্তায় চলাচল করাতে আমাদের গাড়িগুলো অনেক বেশী নষ্ট হচ্ছে, রাস্তাটি মেরামত করা অত্যন্ত জরুরি।
স্থানীয়রা জানান, ধামরাইয়ের সবচেয়ে ব্যস্ততম রাস্তা এটি, রাস্তাটি সংস্কার করা প্রতিটা মানুষের প্রানের দাবি। রাস্তাটি দিয়ে সব ধরনের লোকজন চলাচল করলেও রাস্তাটি সংস্কারে উর্দ্ধতন মহলের কোন হস্তক্ষেপ এ পর্যন্ত লক্ষ্য করা যায় নাই। দীর্ঘ এক বছরেও রাস্তাটি মেরামতের বিষয়ে উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, স্থানীয় সরকার প্রতিনিধি, সওজ কারোরই কোন পদক্ষেপ বা উদ্যোগ দেখা যাচ্ছে না অথচ রাস্তাটি মেরামত করা সময়ের দাবি।
রাস্তাটি সংস্কারের দাবিতে সচেতন নাগরিক সমাজ ধামরাইয়ের আহ্বায়ক ইমরান হোসেন তার ফেসবুক গ্রুপে লিখেছেন : (লিখার অংশবিশেষ) ভাঙ্গা রাস্তার কারনে যানজট ও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটছে , আর এ বিষয়ে কোন জনপ্রতিনিধির কোন প্রকার তৎপরতা পরিলক্ষিত হয়নি । তাছাড়া গুঁজব শুনতে পাওয়া যায় যে, ধামরাই পৌরসভা কর্তৃপক্ষ ও ধামরাই এর বর্তমান সাংসদ এর মধ্যকার বিরোধের কারণে কেউ এর দায় নিতে নারাজ।
এমন গুরুত্বপূর্ণ সড়কের এমন ভয়ঙ্কর রূপ মেনে নেয়া যায় না । তাই আসন্ন পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে ধামরাই এর এই অঞ্চলের মানুষের দুর্ভোগ নিরসনে আসুন সম্মিলিত প্রয়াসে কিছু করি । জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাঁদের যথোপযুক্ত ভূমিকা পালন করছেন না সেহেতু সকলে মিলে সকলের সম্মিলিত প্রয়াসে এই সমস্যার সমাধানে প্রত্যেকের ব্যক্তিগত অনুদানে এই রাস্তার মেরামত কাজ করে মানুষের দুর্ভোগ নিরসনে কাজ করি। আমরা জানি ‘ দশের লাঠি একের বোঝা’ ;দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ’ ।