ঢাকা জেলার ধামরাইয়ে ৮ ভুয়া ডিবি গ্রেফতার।তাদের বিরুদ্ধে ডিবি পরিচয়ে একাধিক ছিনতায়ের অভিযোগ ছিল থানায়। আজ ৫ নভেম্বর ধামরাই থানা পুলিশের বিশেষ অভিযানে আটক হয় ভুয়া ডিবি পুলিশ। এ সময় আটকৃতদের কাছ থেকে ডিবি পুলিশ লেখা পোষাক, ওয়াকিটকি, হ্যান্ডকাপ,ডামি পিস্তল,একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।
আটকৃতরা হলেন বরগুনা জেলার সদর থানার মৃত নাছির উদ্দিনের ছেলে জসিম উদ্দিন(৩২), কুষ্টিয়া ভেরামা থানার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম(৩৭),সাতক্ষীরা জেলা সদর থানার জামাল উদ্দিনের ছেলে আলমগীর হোসেন, গোপালগঞ্জ জেলা কাশিয়ানী থানার মৃত মন্টু শেখের ছেলে আলমগীর শেখ(৩৫), পিরোজপুর জেলার স্বরোপকাঠীর থানার মৃত মোঃ আজিজের ছেলে দেলোয়ার হোসেন(৪৫), ঝালকাঠী জেলার নলসিটি থানার সোবাহান খানের ছেলে মাসুম খান(৩৬), জামালপুর জেলার বকশিগঞ্জ থানার ফুরকান আলীর ছেলে রফিকুল ইসলাম ও কুমিল্লা জেলার দেবীদার থানার মৃতকাজিম উদ্দিনের ছেলে মোস্তফা মিয়া(৪৪)।
ধামরাই থানাসূত্রে জানা যায় ধামরাই উপজেলার ডিস ব্যাবসায়ী সাব্বির হোসেন ধামরাই বাজারে একটি বেসরকারী ব্যাংক থেকে ৩০অক্টোবর সাড়ে ৩ লাখ টাকা তুলে লেগুনা করে বাড়ি ফিরছিলেন। ডিবি পরিচয় দিয়ে ১১ সদস্যর একটি ছিনকারীর দল পথি মধ্যে কেলিয়া নামক স্থানে লেগুনা গতিরোধ করে তাদের চোখ বেধে গাড়িতে তুলে ব্যাংক থেকে তোলা সাড়ে ৩ লাখ টাকা নিয়ে ধামরাই কসমস এলাকায় ফেলে রেখে যায়।
দ্বিতীয় ঘটনায় একই কৌশলে ২১অক্টোবর নয়ারহাট গনবিদ্যাপিঠের শিক্ষক রফিকুল ইসলামের কাছ থেকে আড়াই লাখ ও করিম টেক্সটাইয়েলের শ্রমিক আশিকুজ্জামানের কাছ থেকে সোয়া লাথ টাকা ছিনিয়ে নেয়। ৩০ অক্টোবর ঘটনায় ছিনতাইয়ের শিকার সাব্বির হোসেন ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার সুত্র ধরে মহাসড়কের পাশে সিসি ক্যামেরার সাহায্যে ছিনতাই কাজে ব্যবহৃত মাইক্রোটি সনাক্ত করেনে। এরপর গোপণ তথ্যের ভিত্তিতে ধামরাই থানা পুলিশ ধামরাই, সাভার, আশুলিয়াসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাই কারী দলের সদস্যদের আটক করেন।
এ বিষয়ে আজ ধামরাই দুপুরের পর ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) সাইদুর রহমান সাংবাদিকদের বলেন, এই চক্রটি ধামরাই , সাভার , আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় ডিবি পরিচয়ে বিভিন্ন স্থানে মানুষকে ভয়ভীতি টাকাপয়সা ছিনতাইসহ নানা কৌশলে অপরাধ চালিয়ে যাচ্ছিল। এ দলের অন্যঅন্যদের আটকের অভিযান চলছে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার তাহমিদূল ইসলাম, ধামরাই থানার অফিসার ইনচার্জ দিপক চন্দ্র সাহা, অশিকুজ্জামান(তদন্ত),মাসুদুর রহমান (অপারেশন)সহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।