ঢাকা জেলার ধামরাই উপজেলার বংশী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা ৮ টি ড্রেজার আগুনে পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত ‘ধামরাইয়ে ইউএনও আবুল কালাম আজাদ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান ধামরাইয়ের জেঠাইল, বাস্তা, টেটাইল, মহিষাশী ও বাসনা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে স্থাপন করা ৮টি ড্রেজার পুড়িয়ে ও ৮০০ মিটার ড্রেজারের পাইপ ভেঙে ধ্বংস করেন।
উপজেলা প্রশাসন জানায়, স্থানীয় প্রভাবশালী ব্যাক্তিরা অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকে, ঘটনাস্থলে গেলে তাদের আর পাওয়া যায় না, অনেকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। ইউএনও আবুল কালাম বলেন, মাঝে মধ্যেই বংশী নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করা ড্রেজার ধ্বংস করা হলেও তারা থামেনি। গতকাল সোমবারও আটটি ড্রেজার পুড়িয়ে ও কয়েক হাজার মিটার পাইপ ভেঙে ধ্বংস করা হয়েছে। অবৈধ বালু লুটকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।