রাজিউল হাসান পলাশ : ঢাকা জেলার ধামরাই পৌর এলাকার দক্ষিণ পাড়া থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ। বাসা বাড়ির তালা ভেঙ্গে চুরি ডাকাতি করে চক্রটি, সবাই যখন ঈদ আনন্দে ব্যাস্ত ঠিক এই সময়টা তারা কাজে লাগায়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রিজাউল হক দিপু সময়নিউজকে বলেন গোপণ সূত্রের ভিত্তিতে জানতে পারি এই চক্রটি ধামরাই এলাকায় বড় ধরনের ঘটনা ঘটাতে পারে, সাথে সাথে তৎপরতা শুরু করি ও সফল হই।
ডাকাত দলের সদস্যদের কাছে চেতনা নাশক বিভিন্ন ঔষুধের গুড়া, ক্লোরোফর্ম, ঘরভাঙ্গাঁর যন্ত্রপাতি ও দেশীয় অস্ত্র পাওয়া যায়।
ডাকাত দলের সদস্যদের পরিচয় ডান দিক হতে,
১/ ফয়জার রহমান(৪৫)
পিতাঃ আজগর আলী
সাং-উওর দল গ্রাম
থানাঃ কালিগঞ্জ
জেলাঃ লালমনিরহাট।
২/ মোস্তফিজার রহমান(৫২)
পিতাঃ হামিদুর রহমান
সং- ভেরভেরি হাজিরহাট
থানাঃ কিশোরগঞ্জ
জেলাঃ নিলফামারী।
৩/ আঃবাকী(৪৫)
পিতাঃ মৃতঃকলিম উদ্দিন
সং-পশ্চিম মির্জাপুর
থানাঃ পলাশবাড়ী
জেলাঃ গাইবান্দা।