রাজিউল হাসান পলাশঃ ঢাকার ধামরাইয়ে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোঃ আলমগীর হোসেন (৩০) কে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।শুক্রবার (২৩ নভেম্বর) মধ্যরাতে পুলিশ অভিযান চালিয়ে আসামীর নিজ এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতার কৃত আলমগীরের বাড়ী ধামরাই উপজেলার সুয়াপুর ইউনিয়নের রৌহা গ্রামে, তার পিতা মোঃ আক্তার হোসেন।
ধামরাই থানার উপপরিদর্শক মলয় সাহা জানান মোঃ আলমগীর হোসেনকে ২০০৭ সালে একটি বিদেশি পিস্তলসহ গ্রেফতার করে র্যাব (৪) এর একটি ইউনিট। সাভার থানায় একটি অস্ত্র মামলায় তাকে কোর্টে প্রেরণ করেন। উক্ত মামলায় মোঃ আলমগীর হোসেনেকে ১০ বছর সাজা দেন আদালত। এরপর থেকে আলমগীর হোসেন পলাতক ছিল। আমরা গোপন সংবাদের ভিত্তিত্বে জানতে পারি আসামী মোঃ আলমগীর দারস্তনগর এলাকায় অবস্থান করছে। পরে মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।