হাবিবুল্লাহ হাবিব, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ চলমান রাশিয়া বিশ্বকাপ ফুটবল খেলা থেকে প্রিয় দল আর্জেন্টিনা ছিটকে পড়ায় ঢাকার ধামরাইয়ে মায়ের শাড়ি গলায় পেঁচিয়ে সুজন সরকার গনেশ নামের এক ফুটবল প্রেমি আত্মহত্যা করেছে।
আজ রবিবার দুপুরে নিহত সুজন সরকারের লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
স্থানীয়রা জানান, উপজেলার যাদবপুর ইউনিয়নের ষাইট্রা গ্রামের নারায়ন সরকারের ছেলে প্যাথলজিস্ট সুজন সরকার গনেশ(২৩) আর্জেন্টিনার সমর্থক ছিলেন।
শনিবার রাতে আর্জেন্টিনা ফ্রান্সের কাছে পরাজিত হওয়ার পর বাড়িতে এসে রাতেই ঘরের বারান্দার রুমের ভেতর মায়ের কাপড়ের আঁচল দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপারেশন মো. জাকারিয়া হোসেন জানান, খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।