ধামরাইয়ে বিনামূল্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত

রাজিউল হাসান পলাশ: সারা দেশের ন্যায় ঢাকা জেলার ধামরাই উপজেলায় ২০১৯ সালের প্রথম দিনেই আনন্দ উৎসবমুখর পরিবেশে ধামরাইয়ের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়েছে। আজকের এই বই বিতরণের মধ্য দিয়ে বই বিতরণ উৎসব কার্যক্রমের উদ্বোধন করা হয়।

আজ মঙ্গলবার (১ জানুয়ারি) পৌর শহরের আব্দুস সোবহান মডেল হাই স্কুল মাঠে “বই বিতরণ উৎসব” অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা ২০ এর নবনির্বাচিত সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা , ধামরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ ও ধামরাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ মামুন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ বলেন, বিশ্বের অনেক উন্নত দেশে এমন আয়োজন করতে পারেনা,যা বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার আমলে সম্ভব হয়েছে।

পৌর মেয়র গোলাম কবির বলেন, উন্নয়নের ধারা অব্যহত রাখতে জনগণ পুনরায় আওয়ামীলীগ সরকারকে নির্বাচিত করেছে এবং সেই সুফল এখন আমরা জনগণ উপভোগ করব, তার প্রতিফলন আজকের এই বিনামুল্যে বই বিতরণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা  শিক্ষার্থীদের জন্য ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২ কোটি টাকা ব্যয়ে ২০১৯ সালের জন্য সারাদেশে প্রাক-প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক স্তর পর্যন্ত ৪ কোটি ২৬ লাখ ১৯ হাজার ৮৬৫ জন শিক্ষার্থীকে বিনামুল্যে বই দিয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments