রাজিউল হাসান পলাশ : ঢাকার ধামরাইয়ে স্থানীয় এনজিও প্রতিষ্ঠান সজাগের সাংস্কৃতিক প্রশিক্ষক প্রিয়াংকা পালের আত্নহত্যায় প্ররোচনাকারী তন্ময় পালের শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ধামরাইয়ের সচেতন নাগরিক সমাজ। প্রিয়াংকা পাল ধামরাই পৌরসভার সৈয়দপুর এলাকার প্রল্লাদ পালের মেয়ে, তিনি সাভারের গণ বিশ্ববিদ্যালয় ইংরেজী বিভাগের ১৫ তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন।
গত রবিবার প্রিয়াংকার কর্মস্থল থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায় । এসময় প্রিয়াংকার হাত থেকে পাওয়া একটি চিরকুটে প্ররোচনা কারী তন্ময়ের নাম পাওয়া যায়।শুক্রবার সকালে ধামরাই বাজারে তন্ময় পালের শাস্তির দাবিতে সচেতন নাগরিক সমাজ উদ্যোগে একটি মানববন্ধন করা হয়েছে। প্ররোচক তন্ময় পাল ধামরাই বাজারের মতিপাল মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী সুনীল পালের ছেলে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, দৈনিক প্রথম আলোর সিনিয়র সাব এডিটর মাহমুদ ইকবাল, পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী, ধামরাই উপজেলা যুুবলীগ নেতা হাফিজুর রহমান, প্রবাসী সাংবাদিক আল আমিন হোসাইন, সচেতন নাগরিক সমাজ ধামরাইয়ের আহ্বায়ক ইমরান হোসেন, বিশিষ্ট সমাজকর্মী মাহমুদুর রশিদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার মাহতাব উজ জাহিদ মিল্টন, গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি ভিপি জুয়েল রানা, নিরাপদ সড়ক চাই এর ধামরাই উপজেলার সভাপতি নাহিদ মিয়াসহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রী ও সজাগ এর সাংস্কৃতিক প্রশিক্ষক প্রিয়াংকা পাল আত্নহত্যা করার পূর্বে তন্ময়পালকে উল্লেখ করে ফেসবুকে স্ট্যাটাস দেয়। মৃত্যুর পরও তার হাত থেকে তন্ময়ের নামে চিরকুট পাওয়া যায়। তাই অবিলম্বে প্ররোচনা কারী তন্ময়কে গ্রেফতার করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করে গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা।